আগামী ১৫ দিনে ইরাক ছাড়বে বিদেশি সেনারা
2021-11-25 11:23:29

নভেম্বর ২৫: গতকাল (বুধবার) ইরাকের সামরিক বাহিনী জানায়, সেদেশে মোতায়েনকৃত বিদেশি সৈন্যদের আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা হবে।

 

ইরাকি সংবাদ সংস্থা দেশটির যৌথ অভিযান পরিচালনা বিভাগের মুখপাত্র  তাহসিন হাইফাজির বরাতে জানায়, বিদেশি সেনাদের পূর্ব পরিকল্পনা অনুসারে প্রত্যাহার করা হচ্ছে। অধিকাংশ বিদেশি সৈন্য ইতোমধ্যে চলে গেছে এবং বাকিরা আগামী ১৫ দিনের মধ্যে ইরাক ত্যাগ করবে এবং সময়সূচী অনুসারে তাদের অস্ত্র ও সরঞ্জাম হস্তান্তর করবে।

 

হাইফাজি বলেন, প্রত্যাহারের পর কিছু সামরিক উপদেষ্টা, ও গোয়েন্দা সংস্থা, এবং পর্যবেক্ষণ ও প্রশিক্ষণে নিয়োজিত বিদেশি সামরিক কর্মকর্তারা ইরাকে থেকে যাবেন। তারা পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আসাদ বিমান ঘাঁটিতে অবস্থান করবেন।

(সুবর্ণা/এনাম/রুবি)