বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৩০ নভেম্বর উদ্বোধন করা হবে
2021-11-25 16:29:54

নভেম্বর ২৫: বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের জেনিভায় আয়োজন করা হবে। আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন।

 

মুখপাত্র বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা হলো আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি। এবারের মন্ত্রী পর্যায়ের সম্মেলন হলো অর্থনীতির বিশ্বায়ন উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ সম্মেলন। বিভিন্ন সদস্য দেশ ভালোভাবে এজন্য প্রস্তুতি নিচ্ছে।

 

মুখপাত্র বলেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার সহনশীল উন্নয়ন এবং উন্নয়নশীল দেশের বৈধ স্বার্থ রক্ষায় আগ্রহী। চীন কার্যকরভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা রক্ষা করে এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্ব বাণিজ্য সংস্থার বড় ভূমিকা পালনে সমর্থন দেয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)