চীন আন্তর্জাতিক সমাজকে ১৮০ কোটি ডোজ টিকা দিয়েছে
2021-11-25 16:14:17

চীন আন্তর্জাতিক সমাজকে ১৮০ কোটি ডোজ টিকা দিয়েছে_fororder_疫苗

নভেম্বর ২৫: সম্প্রতি লাওসকে দেওয়া ৭ লাখ ডোজ কোভিড-১৯ টিকাসহ ইতোমধ্যে আন্তর্জাতিক সমাজকে ১৮০ কোটি ডোজ টিকা দিয়েছে চীন। চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত অক্টোবর মাসে লাওসে মহামারী পরিস্থিতি ফের মারাত্মক হয়ে ওঠে। জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা এজেন্সি, বাণিজ্য মন্ত্রণালয় ও ইউননান প্রদেশ একযোগে আবারও লাওসকে ৭ লাখ ডোজ ভ্যাকসিন এবং এক কোটি ইউয়ান মূল্যের মহামারী প্রতিরোধমূলক সামগ্রী দিয়েছে।  চীন লাওসকে ৬৯ লাখ ডোজ টিকা দিয়েছে।

 

জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা এজেন্সি’র উপ-প্রধান তেং বো ছিং বলেন, চীন ও লাওসের সহযোগিতা হলো চীন ও আসিয়ানের সহযোগিতার ছোট অংশ। আসিয়ান হলো চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার ও অগ্রাধিকারমূলক সত্তা। চীন আসিয়ানের সদস্য দেশগুলোকে বিনামূল্যে আবারও ১৫ কোটি ডোজ টিকা দেবে এবং আগামী তিন বছরে আসিয়ানকে ১৫০ কোটি মার্কিন ডলারের সাহায্য দেবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)