যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের ১২টি কোম্পানিকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে
2021-11-25 18:47:03

নভেম্বর ২৫: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের ১২টি কোম্পানিকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে। এ সিদ্ধান্ত চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি বৈশ্বিক শিল্প সরবরাহ চেইনের নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়ক নয়।

 

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নির্বিচারে নিষেধাজ্ঞা দেয়, যা বাস্তবতা বহির্ভূত ক্ষতিকর পদক্ষেপ এবং অস্বচ্ছ কার্যক্রম। চীন এর তীব্র প্রতিবাদ জানায় এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব দেখায়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)