বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌনে ২৬ কোটি ছাড়াল
2021-11-25 11:24:03

নভেম্বর ২৫: গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সারা বিশ্বের কোভিড-১৯ মহামারীর সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

তাতে বলা হয়, গত একমাসের মধ্যে সারা বিশ্বে সাপ্তাহিক হিসেবে কোভিড-১৯ সনাক্ত রোগীর সংখ্যা গত সপ্তাহে দ্রুত বেড়েছে। গত একসপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৫ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের কোভিড-১৯ নতুন সনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজারেরও বেশিতে। এসময় যুক্তরাষ্ট্র, জার্মানি, বৃটেন, রাশিয়া ও তুরস্কে সনাক্ত রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

 

হু জানায়, আজ (বৃহস্পতিবার) ভোর ২টা পর্যন্ত সারা বিশ্বে কোবিড-১৯ রোগীর মোট সংখ্যা ছিল ২৫ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন এবং মৃতের মোট সংখ্যা ৫১ লাখ ৬৬ হাজার ১৯২ জনে দাঁড়িয়েছে। (সুবর্ণা/এনাম/রুবি)