পরমাণু সাবমেরিন দুর্ঘটনার মূল কারণ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়
2021-11-25 19:00:01

নভেম্বর ২৫: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়েন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘কানেকটিকাট’ পরমাণু সাবমেরিন দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোপন মনোভাব আন্তর্জাতিক সমাজের মনে সন্দেহ সৃষ্টি করেছে। এ দুর্ঘটনার পর তিনটি বিষয় প্রকাশ করা উচিত।

প্রথমে, যুক্তরাষ্ট্রের সাবমেরিন চালানোর উদ্দেশ্য কী। দ্বিতীয়টি হলো- দুর্ঘটনার অবস্থান কোথায় এবং তৃতীয়টি হলো এতে কি পারমাণবিক লিক ও সামুদ্রিক পরিবেশ দূষণ হয়েছে।

 

মুখপাত্র বলেন, চীন মনে করে যে এই দুর্ঘটনার মূল কারণ হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ঘন ঘন উস্কানি ও সামরিক তত্পরতা। পাশাপাশি, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ এবং নৌচালনার ক্ষেত্রে আধিপত্যবাদী আচরণ। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এ ধরনের তত্পরতা বন্ধ করার তাগিদ দেয়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)