ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যানের সাথে রুশ প্রেসিডেন্টের ফোনালাপ
2021-11-25 14:29:23

নভেম্বর ২৫: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যানের সাথে ফোনালাপ করেছেন। উভয় নেতা তখন বেলারুসের শরণার্থী সংকটসহ নানা বিষয়ে মত বিনিময় করেন।                

ক্র্যামলিনের ওয়েবসাইটে বলা হয়, দু’পক্ষ আন্তর্জাতিক মানবিক নীতি ও চেতনা অনুসারে যত দ্রুত সম্ভব শরণার্থী সংকট সমাধানে গুরুত্বারোপ করে। এ বিষয়ে ইইউ ও বেলারুসের পারস্পরিক সমন্বয় প্রতিষ্ঠার উপর জোর দেন তাঁরা। 
প্রেসিডেন্ট পুতিন জানান, ইউরোপের কিছু দেশ বেলারুসের বিরুদ্ধে নতুন দফা অবরোধ আরোপের চেষ্টা করছে। তবে তাতে বিপরীত ফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন। 
পাশাপাশি, দু’পক্ষ ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘর্ষ, আফগানিস্তান, ও লিবিয়া বিষয়ে মত বিনিময় করেছে।  
(আকাশ/এনাম/রুবি)