যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের গণতান্ত্রিক সমস্যার ওপর নজর রাখা
2021-11-25 18:55:31

যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের গণতান্ত্রিক সমস্যার ওপর নজর রাখা_fororder_zhao

নভেম্বর ২৫: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজনের আসল উদ্দেশ্য আন্তর্জাতিক সমাজ স্পষ্টভাবে বুঝতে পারে। যুক্তরাষ্ট্র তথাকথিত ‘গণতন্ত্রের’ অজুহাতে অন্য দেশকে অবরুদ্ধ করতে চায় এবং আঘাত হানতে চায়। আন্তর্জাতিক সমাজ বাস্তবতার ভিত্তিতে স্পষ্টভাবে তা জানতে পারে। যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের গণতান্ত্রিক সমস্যার ওপর নজর রাখা, তা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া।

আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

মুখপাত্র বলেন, এ বিষয়ে চীন নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। গণতন্ত্র গোটা মানবজাতির বিষয়, এটি অল্প কিছু দেশের বিশেষ অধিকার নয়। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে বৈরিতা সৃষ্টি করে; যা স্নায়ুযুদ্ধের চেতনার প্রতিফলন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)