ফিলিস্তিনের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
2021-11-24 11:28:28

নভেম্বর ২৪: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফিলিস্তিনের উপ-প্রধানমন্ত্রী জিয়াদ আবু আমরের সঙ্গে ফোনালাপ করেছেন।

উপপ্রধানমন্ত্রী আমর ফিলিস্তিন ইস্যুর সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, মধ্য-প্রাচ্য সংকট, বিশেষ করে ফিলিস্তিন সমস্যা, সমাধানে চীন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। ফিলিস্তিন চীনের প্রস্তাবকে গুরুত্ব দেয় এবং এ বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বাড়াতে চায়।

ওয়াং ই বলেন, ফিলিস্তিন সংকট সবসময় মধ্য-প্রাচ্যের কেন্দ্রীয় বিষয়। এই সংকটের ন্যায়সঙ্গত সমাধান হলে এতদঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে।

তিনি জোর দিয়ে বলেন, চীন আন্তর্জাতিক বহুপাক্ষিক সুযোগ কাজে লাগিয়ে ফিলিস্তিনের জন্য ন্যায্য প্রতিকার চায়, এবং স্বাধীন দেশ প্রতিষ্ঠায় ফিলিস্তিনের সঙ্গে থাকবে বেইজিং।
(প্রেমা/এনাম/রুবি)