দাম কমাতে এবার মজুদ তেল বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্র
2021-11-24 11:59:25

নভেম্বর ২৪: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, মার্কিন জ্বালানি সম্পদ মন্ত্রণালয় দেশটিতে মজুদ জ্বালানি তেল থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে। কোবিড-১৯ মহামারীর কারণে বিরাজমান তেলের অভাব দূর করে দাম কমাতে এই ব্যবস্থা নেয়া হবে।

 

জানা গেছে, পাঁচ কোটি ব্যারেল তেল ডিসেম্বর মাসে মাঝামাঝিতে বাজারে আসবে। তার মধ্যে ১.৮ কোটি ব্যারেল তেল জাতীয় কংগ্রেসের অনুমোদন নিয়ে সরাসরি বিক্রি করা হবে এবং বাকি ৩.২ কোটি ব্যারেল তেল স্বল্প সময়ের জন্য সরবরাহ করা হবে, যা তেলের দাম স্থিতিশীল হওয়ার পর ২০২৪ সালের মধ্যে আবার ফিরিয়ে এনে মজুদ করা হবে।

 

যুক্তরাষ্ট্রে তেলের দাম গত সাতবছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ। এক পরিসংখ্যান মতে, তেলের গড় দাম গত বছরের তুলনায় এবার ৬১ শতাংশ বেড়েছে। (সুবর্ণা/এনাম/রুবি)