শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রীদের সম্মেলনের অবস্থা তুলে ধরেছেন চীনা মুখপাত্র
2021-11-24 19:11:42

শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রীদের সম্মেলনের অবস্থা তুলে ধরেছেন চীনা মুখপাত্র_fororder_0708

নভেম্বর ২৪: আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রীদের সম্মেলনের অবস্থা তুলে ধরেছেন।

মুখপাত্র বলেন, চলতি বছর হলো শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। ২০ বছরে শাংহাই সহযোগিতা সংস্থা বরাবরই ‘শাংহাই চেতনা’ পালন করে অব্যাহতভাবে এ সংস্থার সদস্য রাষ্ট্রের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ মৈত্রী বাড়িয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করেছে। ফলে সফলভাবে নতুন আঞ্চলিক সংস্থার সহযোগিতা ও উন্নয়নের পথ পাওয়া গেছে। শাংহাই সহযোগিতা সংস্থা এই অঞ্চলে বিভিন্ন দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা এবং উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ।

মুখপাত্র বলেন, অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীদের সম্মেলন হবে চলতি বছর শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে গুরুত্বপূর্ণ কার্যক্রম। আসন্ন সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সংস্থার শীর্ষসম্মেলনের সাফল্যকে কেন্দ্র করে সংস্থার পারস্পরিক কল্যাণকর সহযোগিতার নতুন চিন্তাধারা ও পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। তা ছাড়া, আঞ্চলিক দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা, গণস্বাস্থ্য পরিচালনা জোরদার করা, আন্তঃযোগাযোগ বাড়ানো এবং আঞ্চলিক অর্থনীতির চক্রসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এবারের সম্মেলন বিভিন্ন পক্ষের জন্য আরো ভালো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ গঠন এবং শাংহাই সহযোগিতা সংস্থার আরো ঘনিষ্ঠ ভাগ্যের কমিউনিটি গঠনে নতুন প্রাণশক্তি যোগাবে বলে উল্লেখ করেন মুখপাত্র।

(লিলি/তৌহিদ/শুয়েই)