মার্কিন ইতিহাসে সবচেয়ে দামি ‘থাংক্সগিভিং ডে মিল’ থেকে কি জানা যায়!: সিএমজি সম্পাদকীয়
2021-11-24 20:18:06

নভেম্বর ২৪: আগামীকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের ‘থাংক্সগিভিং ডে’। পরিবারে সবাই মিলে ‘রোস্ট টার্কি’ খাওয়া এই দিবস উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ। তবে, চলতি বছর এই দিবসের মিল বা খাবারটি হয়তো মার্কিনীদের কাছে ইতিহাসের সবচেয়ে দামি খাবার হবে। সিএমজি সম্পাদকীয় এ বিষয়ে কথা বলেছে।

টার্কি মুরগীর উদাহরণ বিশ্লেষণ করা হয়েছে সম্পাদকীয়তে। মার্কিন কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৮ থেকে ১৬ পাউন্ডের হিমায়িত টার্কির পাউন্ড-প্রতি পাইকারি দাম ১.৩৫ মার্কিন ডলার; যা গত বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। মার্কিন খামার ব্যুরোর এক জরিপ থেকে জানা যায়, চলতি বছর ১০ জনের থাংক্সগিভিং ডে মিলের জন্য ৫৩.৩১ মার্কিন ডলার খরচ হবে। যা এই জরিপের ৩৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

এটি আসলে মার্কিন নাগরিকদের খরচ বৃদ্ধি পাওয়ার একটি নেতিবাচক উদাহরণ। দেশটিতে খাবার, জ্বালানি, গাড়ি ও বিভিন্ন পণ্যের দাম অনেক বেড়েছে।

 

এর আগে মার্কিন সরকারের উত্থাপিত কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনার মধ্যে ভোগের চাহিদা কিছুটা বেড়েছে। তবে, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় ব্যর্থ হওয়ার কারণে মার্কিন শ্রমবাজার পুনরুদ্ধারের গতি ধীর হয়ে পড়েছে। সেই সঙ্গে, মহামারির প্রাদুর্ভাবে বৈশ্বিক সরবরাহ চেইনও সুষ্ঠুভাবে কাজ করছে না।

 

এ ছাড়া, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের আচরণ মার্কিন শিল্প প্রতিষ্ঠান ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।

সিএমজি সম্পাদকীয়তে বলা হয় যে, যুক্তরাষ্ট্রের উচিত আরও কার্যকর মুদ্রানীতি গ্রহণ করা, আন্তর্জাতিক সমাজের সঙ্গে গণস্বাস্থ্য খাতে সমন্বয় সাধন করা এবং বিশ্ব বাজার পরিস্থিতি স্বাভাবিক করার কাজ জোরদার করা।

(শুয়েই/তৌহিদ)