আইএইএ’র সঙ্গে প্রযুক্তিগত ইস্যু নিয়ে আলোচনা করছে ইরান
2021-11-24 15:42:08

নভেম্বর ২৪:  ইরানের পরমাণু শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মাদ এসলামি গতকাল (মঙ্গলবার) বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের বিষয়গুলো হলো প্রযুক্তিগত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ‘ইরানের শত্রুদের দ্বারা উত্থাপিত রাজনৈতিক ইস্যু এবং ষড়যন্ত্র তত্ত্বে’ প্রভাবিত হয়নি।

মঙ্গলবার তেহরান সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসলামি একথা বলেছেন।

 

তিনি বলেন, বৈঠককালে আইএইএ’র কিছু প্রশ্নের উত্তর দেয় ইরান। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ অনেক ক্ষেত্রে এর পারমাণবিক কর্মসূচী এগিয়ে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে পরমাণু শক্তি ব্যবহার করায় তারা প্রতিজ্ঞাবদ্ধ।   আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করে ইরান।

 

গ্রোসি বলেন, এবারের বৈঠকের বিষয়গুলো বৈচিত্র্যময়। আইএইএ ইরানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে এবং মিল খুঁজে বের করবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)