বেইজিংয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত
2021-11-24 16:08:28

বেইজিংয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত_fororder_1

 

নভেম্বর ২৪: গত সোমবার সন্ধ্যায় বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় একটি অভ্যর্থনা অনুষ্ঠানের। 

অনুষ্ঠানে চীনসহ কয়েকটি দেশের বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকগণ, বেইজিংয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

বেইজিংয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত_fororder_2

শুরুতে দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এসএম মাহবুব-উল-আলম উপস্থিত সবাইকে স্বাগত জানান। অনুষ্ঠানে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কয়েক শতাব্দীর। এ সম্পর্ক এখন অনেক মজবুত হয়েছে। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেছিলেন। বঙ্গবন্ধু তাঁর সেই সফরের বিস্তারিত বর্ণনা দিয়েছেন তাঁর লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইয়ে। 

রাষ্ট্রদূত আরও বলেন, চীনের গণমুক্তি ফৌজ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যকার সামরিক সহযোগিতা ইতিহাসের সুগভীরে প্রোথিত এবং এ সম্পর্কের শুরু গত শতকের ৭০-এর দশকে। চলমান মহামারী মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া চীনের, বিশেষ করে গণমুক্তি ফৌজের সহায়তার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।  (আকাশ/এনাম/রুবি)