চীন-রুশ সংসদীয় সহযোগিতা কমিটির অধিবেশনে লি চান শু
2021-11-24 11:58:53

নভেম্বর ২৪: গতকাল (মঙ্গলবার) চীন-রুশ সংসদীয় সহযোগিতা কমিটির সপ্তম অধিবেশনের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তাতে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান শু।

অধিবেশনে লি বলেন, চলতি বছর হলো চীন ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের ২০তম বার্ষিকী। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক উন্নত হয়েছে এবং বিভিন্ন খাতে সহযোগিতাও সাফল্যমণ্ডিত হয়েছে।

তিনি বলেন, সিপিসি’র ঊনবিংশ জাতীয় গণকংগ্রেসের কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। গণতন্ত্র কোনো একটি দেশের পেটেন্ট নয়, বরং এটি মানবজাতির অভিন্ন মূল্যবোধ। গণতন্ত্র বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে, কেবল একটি মাত্র মানদন্ড দিয়ে বৈশিষ্ট্যময় রাজনৈতিক ব্যবস্থা পর্যালোচনা করা ঠিক নয়, তা অগণতান্ত্রিক ব্যাপার।

তিনি আরো বলেন, সিপিসি ও চীনা জনগণ নিজেদের রাজনৈতিক ব্যবস্থা ও উন্নয়নের পথ নিয়ে আশাবাদী। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার শতবর্ষে চীন একটি শক্তিশালী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও সুষম সমাজতান্ত্রিক আধুনিক দেশে পরিণত হবে।

এসময় দ্বিপাক্ষিক আইন প্রণয়নকারী সংস্থার সহযোগিতা সম্পর্কে কয়েকটি পরামর্শ পেশ করেন তিনি।

পরামর্শে তিনি দু’দেশের রাজনৈতিক নিরাপত্তা ও দু’দেশের সহযোগিতায় আইনগত নিশ্চিয়তা প্রদান করার কথা বলেন।

যৌথভাবে কোভিড-১৯ মহামারী রোধ এবং আন্তর্জাতিক বহুপক্ষীয় কাঠামোর সমন্বয় করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

পরস্পরের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ নিশ্চিতে সক্ষমতা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের কথা উল্লেখ করেন তিনি। (সুবর্ণা/এনাম/রুবি)