তাইওয়ান কর্তৃপক্ষকে মার্কিন আমন্ত্রণের প্রতিবাদ জানায় চীন
2021-11-24 18:34:43

তাইওয়ান কর্তৃপক্ষকে মার্কিন আমন্ত্রণের প্রতিবাদ জানায় চীন_fororder_zhao

নভেম্বর ২৪: তাইওয়ান কর্তৃপক্ষকে তথাকথিত ‘নেতাদের গণতন্ত্রের শীর্ষসম্মেলনে’ অংশ নিতে মার্কিন আমন্ত্রণের দৃঢ় প্রতিবাদ জানিয়েছে চীন।

আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এই নিন্দা জানান।

তিনি বলেন, বিশ্বে শুধু একটি চীন দেশ আছে। গণতান্ত্রিক চীন সরকার চীনের প্রতিনিধিত্ব করা একমাত্র বৈধ সরকার। তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। ‘একচীন নীতি’ হল আন্তর্জাতিক সমাজের স্বীকৃত নিয়ম। তাইওয়ান চীনের একটি অংশ- এ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক অবস্থান নেই।

 

মুখপাত্র বলেন, চীন যুক্তরাষ্ট্রকে ‘একচীন নীতি’, ‘চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতাহার’ মেনে চলা এবং  তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে না-দেয়ার তাগিদ দেয়।

মুখপাত্র আরও বলেন, তথাকথিত ‘নেতাদের গণতন্ত্রের শীর্ষসম্মেলনের’ বিষয়ে চীন নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। গণতন্ত্র গোটা মানবজাতির বিষয়, এটি অল্প কিছু দেশের বিশেষ অধিকার নয়। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অজুহাতে বৈরিতা সৃষ্টি করে। যা স্নায়ুযুদ্ধের চেতনার প্রতিফলন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)