যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতা গোটা অঞ্চল তথা বিশ্বের জন্য হুমকি: চীনা মুখপাত্র
2021-11-24 19:15:30

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতা গোটা অঞ্চল তথা বিশ্বের জন্য হুমকি: চীনা মুখপাত্র_fororder_0710

নভেম্বর ২৪: যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতা শুধু কিছু দেশের বিষয় নয়। এটি এক পক্ষের স্বার্থই ক্ষতিগ্রস্ত করছে না, বরং এই সহযোগিতার নেতিবাচক পরিণতি গোটা অঞ্চল- তথা বিশ্বের জন্য হুমকি ডেকে আনতে পারে। আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন একথা বলেছেন।

 

তিনি বলেন, অনেক দেশ উল্লেখিত তিনটি দেশের পারমাণবিক সাবমেরিন সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।  অনেকে মনে করে, তাদের এই আচরণ ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করবে, অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দেবে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করবে এবং পরমাণু অস্ত্র বিস্তারের ঝুঁকি তৈরি করবে।

সংশ্লিষ্ট দেশগুলোকে আন্তর্জাতিক দায়িত্ব পালনে গুরুত্ব দেওয়া, কার্যকরভাবে আঞ্চলিক শান্তিপূর্ণ পরিস্থিতি রক্ষা করা এবং সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত ঠিক করার পরামর্শ দেন চীনা মুখপাত্র।

(লিলি/তৌহিদ/শুয়েই)