১০ মাসেই সারা বছরের কর্মসংস্থান লক্ষ্য পূরণ করল চীন
2021-11-24 11:20:24

নভেম্বর ২৪: চলতি বছর চীনের সামষ্টিক অর্থনীতির সুষ্ঠু ধারা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

 

পরিসংখ্যান মতে, কর্মসংস্থানের অগ্রাধিকার নীতির কার্যকারিতা ফলপ্রসূ হয়েছে। ফলে কর্মসংস্থান স্থিতিশীল রয়েছে, যা অভিষ্ট লক্ষ্যের চেয়ে ভাল।

 

পরিসংখ্যানে দেখা গেছে, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।

 

অক্টোবরে শহুরে কর্মচ্যুতির হার ছিল ৪.৯ শতাংশ, যা গত বছরের এবং ২০১৯ সালের একই সময়ের চেয়ে কম। তার মানে গত দশ মাসে চীনের শহুরে নতুন কর্মসংস্থানের সারা বছরের লক্ষ্য পূরণ হয়েছে।

(প্রেমা/এনাম/রুবি)