সংশ্লিষ্ট দেশের উচিত ন্যায়সঙ্গত বাজারের পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া: চীনা মুখপাত্র
2021-11-24 19:29:44

নভেম্বর ২৪: রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরোভ সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের প্রতি রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন খাতের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তবে, রাশিয়া কখনওই কোনও দেশকে এমন দাবি জানায় নি।

এ বিষয়ে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এই বিশ্বে নিয়মের অজুহাতে প্রতিষ্ঠিত নিয়মকে নষ্ট করছে কে? কে মুখে ‘সহযোগিতার’ কথা বলে, বিভিন্ন দেশের স্বাভাবিক সহযোগিতায় বাধা দিচ্ছে? আন্তর্জাতিক সমাজ তা স্পষ্টভাবে বুঝতে পারে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর উচিত কার্যকরভাবে ন্যায়সঙ্গত বাজার পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া।
 

চাও লি চিয়ান বলেন, কিছু দেশ মিত্র দেশের ওপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে আর্থ-বাণিজ্যিক সমস্যা নিয়ে রাজনীতিকরণ করছে। যা আন্তর্জাতিক  বাণিজ্যিক নিয়মের লঙ্ঘন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)