মার্কিন বাণিজ্যিক প্রতিনিধির ভারত সফর
2021-11-23 17:11:19

নভেম্বর ২৩: গতকাল (সোমবার) মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি কাথেরিন তাই ভারতে দু’দিনব্যাপী সফর শুরু করেন। সফরে দু’পক্ষ বেশ কয়েকটি ক্ষেত্রে ভবিষ্যত্ সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে।

সোমবার রাতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক অভ্যর্থনায় তাই বলেন, বাজারে প্রবেশের সীমাবদ্ধতা, উচ্চ শুল্ক, অপ্রত্যাশিত নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং সীমাবদ্ধ ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাসহ বিতর্কিত দ্বিপক্ষীয় বাণিজ্যিক সমস্যার অবসান করা হলো তার ভারত সফরের প্রথম আলোচ্যবিষয়। তা ছাড়া, আরেকটি গুরুত্বপূর্ণ কর্তব্য হলো যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক নীতিমালা ফোরাম আবার শুরু করা। এই ফোরাম ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো কৃষি, শুল্ক ও অশুল্ক বাধা, পরিষেবা, বিনিয়োগ ও উদ্ভাবনের উপর বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের অধীনে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধান করা এবং বাণিজ্য ও বিনিয়োগ বেগবান করা।

(লিলি/তৌহিদ/শুয়েই)