হাল্কা ও ছোটখাট অস্ত্রের অবৈধ পাচার রোধে পদক্ষেপ চায় চীন
2021-11-23 11:17:27

নভেম্বর ২৩: গতকাল (সোমবার) জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি জাং চুন নিরাপত্তা পরিষদের হাল্কা ও ছোটখাট অস্ত্র-বিষয়ক এক মুক্ত বিতর্কে বক্তব্য রেখেছেন। 

তিনি বলেন, হাল্কা ও ছোটখাট অস্ত্রের অবৈধ পাচার এবং সাধারণ অস্ত্রশস্ত্রসহ যুদ্ধাস্ত্রের পাচার রোধ জোরদার করা খুবই জরুরি।
   
জাং চুন বলেন, হাল্কা ও ছোটখাট অস্ত্র ইস্যুটি শান্তি ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এসবের অবৈধ পাচার বন্ধ করা বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। 

তিনি জোর দিয়ে বলেন, জড়িত বিভিন্ন দেশের উচিত হাল্কা ও ছোটখাট অস্ত্র পাচার রোধে প্রধান দায়িত্ব পালন করে এসব অস্ত্রের জীবনচক্রকে নিয়ন্ত্রণে আনা। 

তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে সংশ্লিষ্ট দেশগুলোর শান্তি সমঝোতা প্রচেষ্টা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনে রাজনৈতিক সমর্থন দিতে হবে। 

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজকে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং সংঘর্ষোত্তর দেশগুলোর মহামারীর ঝুঁকিতে অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা সমস্যার ওপর বিশেষ মনোযোগ দিতে হবে।

এসব দেশকে মহামারী পরবর্তী পুনরুদ্ধার বাস্তবায়ন, সংঘর্ষ ও সহিংসতার মূল কারণ নির্মূল, এবং আঞ্চলিক স্থায়ী শান্তি রক্ষায় ভূমিকা পালনে সহায়তার কথাও বলেন তিনি। 

(প্রেমা/এনাম/রুবি)