‘চতুর্থ বিশ্ব গণমাধ্যম সম্মেলনে’ বেইজিং মতৈক্য প্রকাশিত
2021-11-23 17:09:42

নভেম্বর ২৩: চতুর্থ বিশ্ব তথ্যমাধ্যম সম্মেলন গতকাল (সোমবার) বেইজিংয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এতে সংবাদসংস্থা, পত্রিকা, বেতার, টিভি-কেন্দ্র ও নতুন মিডিয়াসহ বিশ্বের ২৪০টি গণমাধ্যমের প্রতিনিধিরা ‘ক্লাউড সম্মেলনে’ অংশ নেন। কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও চীনে নিযুক্ত বিদেশের দূতাবাসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলনে ‘চতুর্থ বিশ্ব গণমাধ্যমের শীর্ষসম্মেলনের বেইজিং মতৈক্য’ প্রকাশিত হয়েছে।

 

মতৈক্যে বলা হয়, সম্মেলনে অংশগ্রহণকারীরা ‘মহামারীর আঘাতে গণমাধ্যমের উন্নয়ন কৌশল’ থিম হিসেবে ‘নতুন প্রযুক্তির মাধ্যমে মিডিয়া উন্নয়নের ভবিষ্যত সম্প্রসারণ’ এবং ‘বিজ্ঞান ও সহযোগিতায় অবিচল থাকা’সহ পাঁচটি বিষয়ে ব্যাপকভাবে মতবিনিময় করেছেন।

 

প্রতিনিধিরা মনে করেন, কোভিড-১৯ মহামারীর সামনে বিশ্বের গণমাধ্যমগুলোকে একসঙ্গে বিজ্ঞানসম্মতভাবে সমস্যা সমাধান করা এবং সময়মত দর্শকদেরকে সত্য, বস্তুগত ও সার্বিক মহামারী প্রতিরোধমূলক তথ্য প্রচার করা উচিত্, যাতে সম্মিলিতভাবে গণমাধ্যমের প্রভাব ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করা যায়। এক্ষেত্রে আগের যে কোনও সময়ের চেয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংলাপ, বিনিময় ও সহযোগিতা চালানো সম্ভব। মহামারী সমস্যার মধ্যে বিশ্বের গণমাধ্যমে বিভিন্ন দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে দৃষ্টি রাখা এবং তথ্য প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত্ বলে মনে করেন প্রতিনিধিরা।

(লিলি/তৌহিদ/শুয়েই)