পুতিন-দ্রাঘি ফোনালাপ
2021-11-23 11:01:06

নভেম্বর ২৩: গতকাল (সোমবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি’র সঙ্গে ফোনালাপ করেছেন।

এসময় দুই নেতা বেলারুস ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশসমূহের সীমান্তে শরণার্থী সংকটসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।
 
ক্র্যামলিনের ওয়েবসাইটের খবর অনুযায়ী, পোল্যাণ্ড শরণার্থীদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক কর্তব্য পালন না করে বর্বরোচিত আচরণ করেছে বলে উল্লেখ করেছে রাশিয়া । 

ফোনালাপে দু’পক্ষ একমত হয়, ইইউ ও বেলারুসের উচিত পারস্পরিক সমন্বয় করে, মানবিক বিধি অনুযায়ী, যথাশীঘ্রই বর্তমান সংকট সমাধান করা।

দু’পক্ষ ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘর্ষ নিয়েও মত বিনিময় করেছে। 

ফোনালাপে দ্রাঘি জ্বালানী সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এসময় ইউরোপকে প্রাকৃতিক গ্যাস সরবরাহের নিশ্চিয়তা  দিয়েছেন পুতিন।

(প্রেমা/এনাম/রুবি)