আরসিইপি’র কার্যকর হওয়ার মাধ্যমে ক্যাম্বোডিয়ার পণ্য সরাসরি চীনের বাজারে প্রবেশ করতে পেরেছে
2021-11-23 17:27:16

আরসিইপি’র কার্যকর হওয়ার মাধ্যমে ক্যাম্বোডিয়ার পণ্য সরাসরি চীনের বাজারে প্রবেশ করতে পেরেছে_fororder_微信图片_20211123165038

নভেম্বর ২৩: মঙ্গলবার ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এবং সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং থিয়ান ওয়েন যৌথভাবে চীনের সহায়তায় নির্মিত চীন-ক্যাম্বোডিয়া মৈত্রী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এতে হুন সেন বলেন, ক্যাম্বোডিয়া-চীন অবাধ বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি অর্থাত্ আরসিইপি’র কার্যকর হওয়ার মাধ্যমে কৃষি ও কৃষিজাত দ্রব্য রপ্তানিতে ক্যাম্বোডিয়ার আরও কল্যাণ হবে।

হুন সেন বলেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্বোডিয়ার কিছু পণ্য তৃতীয় দেশের মাধ্যমে চীনা বাজারে প্রবেশ করত। ২০২২ সালের জানুয়ারিতে ক্যাম্বোডিয়া-চীন অবাধ বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি অর্থাত্ আরসিইপি’র কার্যকর হওয়ার মাধ্যমে ক্যাম্বোডিয়ার পণ্য এখন সরাসরি চীনের বাজারে প্রবেশ করতে পেরেছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)