অন্য দেশের জন্য নিজ শরীরে আগুন না-জ্বালাতে লিথুয়ানিয়াকে চীনের উপদেশ
2021-11-23 18:50:15

অন্য দেশের জন্য নিজ শরীরে আগুন না-জ্বালাতে লিথুয়ানিয়াকে চীনের উপদেশ_fororder_waijiaobu

নভেম্বর ২৩: আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন মন্তব্য আবারও প্রমাণ করেছে যে, লিথুয়ানিয়া তথাকথিত ‘তাইওয়ান প্রতিনিধি অফিস’ প্রতিষ্ঠার যে অনুমোদন দিয়েছে তাতে আন্তর্জাতিক অঙ্গনে ‘এক চীন, এক তাইওয়ান’ পরিস্থিতি সৃষ্টি করছে। এ অবস্থায় অন্য দেশের জন্য নিজ শরীরে আগুন না-জ্বালাতে লিথুয়ানিয়াকে উপদেশ দেয় চীন।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র বলেন যে, লিথুয়ানিয়ায় তাইওয়ানের ‘প্রতিনিধি অফিস’ ্ন্তএর র্জাতিক মহাকাশ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র লিথুয়ানিয়াকে সমর্থন দেয়।

 

এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, এক-চীন নীতি হল আন্তর্জাতিক সম্পর্কের সর্বজনীন স্বীকৃত আদর্শ এবং আন্তর্জাতিক সমাজের সর্বজনীন মতৈক্য। এটি চীন ও কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক বিকাশের রাজনৈতিক ভিত্তি। চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তায় ক্ষতি করা কর্মকাণ্ডের সামনে চীন যুক্তিসঙ্গত ও আইনগতভাবে সাড়া দিয়েছে এবং নিজের বৈধ অধিকার, স্বার্থ, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করেছে।

তা ছাড়া, লিথুয়ানিয়ান ন্যাশনাল অ্যাসেম্বলির বিদেশ-বিষয়ক কমিটির চেয়ারম্যান সম্প্রতি এক আপত্তিকর মন্তব্য করেন। এ বিষয়ে মুখপাত্র বলেন, লিথুয়ানিয়ান রাজনীতিবিদরা বিদ্বেষপূর্ণভাবে গুজব ও অপবাদ ছড়াচ্ছে, যা মানুষকে আরও সচেতন করবে যে ‘আশ্বাস’ শব্দটি তাদের থেকে কত দূরে! লিথুয়ানিয়ার বিশ্বাসঘাতকতা জঘন্য, তবে আরও দুঃখের বিষয় হল যে- তারা কুতর্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। আন্তর্জাতিক সমাজ এবং ইতিহাস অবশেষে একটি ন্যায়সঙ্গত বিচার করবে বলে মুখপাত্র উল্লেখ করেন।

 

লিলি/তৌহিদ/শুয়ে