যুক্তরাষ্ট্রকে নিজেদের মানবাধিকার সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের
2021-11-23 14:33:42

নভেম্বর ২৩: গতকাল (সোমবার) জাতিসংঘ সংখ্যালঘু-বিষয়ক বিশেষ দূত যুক্তরাষ্ট্র সফর শেষে দেশটিকে সংশ্লিষ্ট আইন তৈরী ও পুরনো সংস্কারের তাগিদ দিয়েছেন। 

বৈষম্য ও ঘৃণাজনিত অপরাধ এড়াতে তিনি এই তাগিদ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে মানবাধিকার রক্ষার আইন যথেষ্ট নয়। 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আইন ৬০ ষাট বছরেরও বেশি সময় আগে তৈরী। তার উন্নয়ন করা উচিত। 

তিনি জানান, মানবাধিকার ও সংখ্যালঘু জাতির বিষয়ে দাসত্ব ব্যবস্থাকে আগে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে সেখানে বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর গৃহযুদ্ধ সংঘটিত হয়েছে। 

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লংঘন ও সামাজিক মাধ্যমে ঘৃণাজনিত কটুক্তি অনেক বেড়েছে। 

তিনি বলেন, সার্বিক মানবাধিকার নিশ্চিত করার আইনের অভাব রয়েছে যুক্তরাষ্ট্রে। এই কারণে কয়েক মিলিয়ন মার্কিনী, বিশেষ করে সংখ্যালঘু জাতির লোকেরা, দিন দিন আরো বেশি বৈষম্যের সম্মুখীন হচ্ছেন। (আকাশ/এনাম/রুবি)