বৈদেশিক বাণিজ্যের স্বাভাবিকীকরণের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিতে ফেরার সুযোগ নেই: তেহরান
2021-11-23 10:08:51

নভেম্বর ২৩: গতকাল (সোমবার) ইরানের বৈদেশিক বাণিজ্যের স্বাভাবিকীকরণের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রকে সার্বিক পরমাণু চুক্তিতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত শাস্তি নির্মূলে বাস্তব ও সার্বিক চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এ মাসের শেষ দিকে ভিয়েনায় পরমাণু চুক্তি আলোচনায় বসতে চায় তেহরান।

চুক্তিটি ইরানের বৈদেশিক বাণিজ্যের স্বাভাবিকীকরণ নিশ্চিত করতে না পারলে তাতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সম্ভাবনাও থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ইরান আন্তরিকতার সাথে আলোচনায় বসবে, তাই সংশ্লিষ্ট পক্ষগুলোরও আন্তরিকতা প্রয়োজন।

গতকাল রাতে আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরান সফরে তেহরান পৌঁছান। তাঁর সফর গঠনমূলক হবে বলেও আশা করে তেহরান।

প্রযুক্তিগত সহযোগিতার কাঠামোতে আইএইএ’র সাথে সহযোগিতা করতে আগ্রহী তেহরান, তবে অন্যান্য দেশের এই অজুহাতে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন সহ্য করবে না ইরান।

উল্লেখ্য, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের ঘোষণায় নতুন দফা ইরান পরমাণু চুক্তি আলোচনা আগামী ২৯ নভেম্বর আবারও শুরু হবে। (সুবর্ণা/এনাম/রুবি)