চীন-মার্কিন ক্রীড়া সহযোগিতা ভালো উদ্যোগ: চীনা মুখপাত্র
2021-11-23 18:40:46

চীন-মার্কিন ক্রীড়া সহযোগিতা ভালো উদ্যোগ: চীনা মুখপাত্র_fororder_zhao

নভেম্বর ২৩: চীন ও যুক্তরাষ্ট্র আবারও ‘টেবিল টেনিস কূটনীতির’ ভালো  উদ্যোগ নিতে যাচ্ছে, যা চীন-যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস-প্রেমী, ক্রীড়া মহল এবং চীন-মার্কিন বন্ধুত্বের জন্য একটি ভালো ব্যাপার।

আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন।

জানা গেছে, আন্তর্জাতিক টেবিল টেনিস ইউনিয়ন মঙ্গলবার ঘোষণা করে যে, চীন ও যুক্তরাষ্ট্র হিউস্টন বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেবে।

মুখপাত্র চাও বলেন, গত ৫০ বছরে আন্তর্জাতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন-মার্কিন সম্পর্ক পুনরুদ্ধার ও উন্নয়ন। যা বিশ্ব ও বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণকর। আগামী ৫০ বছরে আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- চীন ও যুক্তরাষ্ট্র সহাবস্থানের সঠিক পদ্ধতি খুঁজে বের করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)