বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে আমন্ত্রণ পেয়েছেন ভ্লাদিমির পুতিন
2021-11-23 18:41:33

নভেম্বর ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শীতকালীন অলিম্পিক গেমসের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর চীন সফরের বিস্তারিত নিয়ে চীন ও রাশিয়া ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

 

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেন, গ্র্যান্ড ইভেন্টে অংশগ্রহণ করা চীন ও রাশিয়ার একটি ভাল ঐতিহ্য। ২০১৪ সালে, প্রেসিডেন্ট সি চিন পিংকে সোচি শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার প্রেসিডেন্ট সি তাঁর ভালো বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট পুতিন আনন্দের সাথে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আশা করা যায়, দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে শীতকালীন অলিম্পিক সাক্ষাত্ আবারও চীন-রাশিয়া ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং ভাল প্রতিবেশী অংশীদারিত্ব ব্যাখ্যা করবে। (জিনিয়া/তৌহিদ/শুয়েই)