ইইউ’র উচিত দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক পরিস্থিতি রক্ষার চেষ্টাকে সম্মান করা: চীনা মুখপাত্র
2021-11-22 17:24:03

ইইউ’র উচিত দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক পরিস্থিতি রক্ষার চেষ্টাকে সম্মান করা: চীনা মুখপাত্র_fororder_6813232500684768117

নভেম্বর ২২: চীন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে আঞ্চলিক দেশগুলোর মতভেদ সঠিকভাবে দূর করা এবং দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা রক্ষার চেষ্টাকে সম্মান করার তাগিদ দিয়েছে। ইইউ’র বৈদেশিক কার্যক্রম বিভাগ রোববার এক বিবৃতিতে চীনের বিরুদ্ধে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে রেন আই রিফে যাওয়া ফিলিপিন্সের দু’টি মালবাহী জাহাজকে বাধা দেওয়ার বিষয়ে অভিযোগ করে।

 

ইইউ’তে চীনা প্রতিনিধিদলের মুখপাত্র এ বিষয়ে বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। গত ১৬ নভেম্বর রাতে, ফিলিপিন্সের দু’টি সরবরাহ জাহাজ চীনের অনুমোদন ছাড়া চীনের নানসা দ্বীপপুঞ্জের রেন আই রিফের কাছাকাছি সমুদ্রে প্রবেশ করে। চীনের সামুদ্রিক পুলিশ জাহাজ আইনানুসারে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সামুদ্রিক শৃঙ্খলা রক্ষা করেছে। বর্তমানে রেন আই রিফ এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীন ও ফিলিপিন্স এ বিষয়ে যোগাযোগ বজায় রেখেছে।

 

মুখপাত্র বলেন, চীন বহুবার ঘোষণা করেছে যে, দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব ও অধিকারের দীর্ঘ ইতিহাস রয়েছে। যা ‘জাতিসংঘ সমুদ্র আইন ইশতাহার’সহ বিভিন্ন আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দক্ষিণ চীন সাগর সালিশ ‘দেশের অনুমোদন’-এর মৌলিক নীতি লঙ্ঘন করেছে। বাস্তবতা যাচাই এবং আইনের প্রয়োগে অনেক সমস্যা আছে। তাই তথাকথিত সালিশ অকার্যকর ও অবৈধ। চীন তা মানে না এবং একে স্বীকৃতি দেয় না।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)