আসন্ন বেইজিং অলিম্পিকের ইয়ানছিং ভেন্যুতে দর্শকদের উপস্থিতিতে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত
2021-11-22 11:03:00

নভেম্বর ২২: আসন্ন বেইজিং শিতকালীন অলিম্পিকের সবপ্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে চীন। প্রস্তুতি পরখ করে দেখতে ভেন্যুগুলোতে বর্তমানে  ‘বেইজিংয়ে দেখা হবে’ শীর্ষক এক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

 

এরই অংশ হিসেবে ২০২১-২০২২ আন্তর্জাতিক লুজ ফেডারেশন বিশ্বকাপ চীনের জাতীয় ববস্লেড কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

 

প্রায় ৩শ’ দর্শক পুরুষদের এই একক ববস্লেড রেস দেখেছেন। এর মাধ্যমে বেইজিং অলিম্পিকের ইয়ানছিং ভেন্যুর প্রস্তুতি পরীক্ষা করা হয়।

 

জানা গেছে, ভালোভাবে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দর্শকদের স্বাস্থ্য ও যাত্রা অবস্থা চেক করা হয়। তাপমাত্রা মেপে নির্দিষ্ট পথে দর্শকরা গ্যালারিতে প্রবেশ করেন।

 

দর্শকরা ঘটনাস্থলের কর্মী ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেননি। এছাড়া সেখানে মহামারী প্রতিরোধ সরঞ্জাম টেবিল স্থাপিত হয়েছে।

 

দর্শকরা যে কোন সময়ে প্রয়োজনীয় মহামারী প্রতিরোধ সরঞ্জাম নিতে এবং ব্যবহার করতে পেরেছেন। (প্রেমা/এনাম/রুবি)