চীন কখনো কারো ওপর আধিপত্য প্রতিষ্ঠা করবে না: সি চিন পিং
2021-11-22 11:47:01

নভেম্বর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) সকালে চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপনে আয়োজিত শীর্ষ-সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

      
সি চিন পিং বলেন, “শান্তি হচ্ছে আমাদের বৃহত্তম এবং অভিন্ন স্বার্থ এবং বিভিন্ন দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা। তাই আমাদের আঞ্চলিক শান্তির নির্মাতা ও রক্ষাকারী হওয়া উচিত ।”

প্রেসিডেন্ট সি সত্যিকারের বহুপক্ষবাদ বাস্তবায়ন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সংলাপ চালানোর ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরোধিতা করে চীন। আশেপাশের দেশের সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক চীন। একযোগে আঞ্চলিক শান্তি রক্ষা করবে এবং কখনো আধিপত্য করবে না বেইজিং। 

(আকাশ/এনাম/রুবি)