চীনের ‘ষষ্ঠ অধিবেশন’ নিয়ে বাংলাদেশের বামপন্থি দলগুলোর মতামত
2021-11-22 20:40:20

চীনের ‘ষষ্ঠ অধিবেশন’ নিয়ে বাংলাদেশের বামপন্থি দলগুলোর মতামত_fororder_配图4

নভেম্বর ২২: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (সোমবার) সিপিসি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বামপন্থি রাজনৈতিক দলগুলোর একটি অনলাইন আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে মতামত দিয়েছে বাংলাদেশের বামপন্থি দলগুলো।

চীনের ‘ষষ্ঠ অধিবেশন’ নিয়ে বাংলাদেশের বামপন্থি দলগুলোর মতামত_fororder_配图3

আলোচনাসভায় অংশগ্রহণকারী বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তাঁর ভাষণে চীনের উন্নয়নকে ‘অপূর্ব বিস্ময়’ বলে প্রশংসা করেন। তিনি বলেন, সিপিসি’র নেতৃত্বে চীন অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান সাফল্য অর্জন করেছে। গত একশ বছর উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চীন ‘দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য’ বাস্তবায়নের অগ্রযাত্রা শুরু করেছে। যা ২০৪৯ সালে চীনকে একটি শক্তিশালী, গণতান্ত্রিক, সাংস্কৃতিক, সমন্বিত ও সুন্দর সমাজতান্ত্রিক আধুনিক দেশ হিসেবে গড়ে তুলবে। চীনের সাফল্য থেকে মার্ক্সবাদের সত্যতা প্রমাণিত হয়েছে।

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব মো. শাহ আলম তাঁর ভাষণে বলেন, চীনের সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ অধিবেশনের ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া চীনা জনগণের সুখী জীবন বাস্তবায়ন করা সম্ভব ছিল না। সিপিসি’র সাফল্য ও অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্য শিক্ষণীয়। সিপিসি মার্ক্সবাদ ও লেনিনবাদের মৌলিক তত্ত্ব এবং নিজ দেশের অবস্থার সঙ্গে মিলিয়ে একটি চীন বৈশিষ্ট্যময় পথ খুঁজে পেয়েছে। সিপিসি’র নেতৃত্বে চীন ভবিষ্যতে আরও সামনে আগাবে এবং আরও বড় সাফল্য অর্জন করতে পারবে বলে মনে করেন তিনি।

(স্বর্ণা/তৌহিদ/ইয়ু)