রুশ-চীন বন্ধুত্ব দৃঢ়করণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সম্পাদকীয় প্রকাশ
2021-11-22 14:31:41

নভেম্বর ২২: গতকাল (রোববার) রুশ সরকারি সংবাদপাত্র “তথ্যমাধ্যমের সহযোগিতা রাশিয়া-চীন বন্ধুত্ব মজবুত করেছে” শীর্ষক এক সম্পাদকীয় প্রকাশ করেছে। 

এতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৮ নভেম্বর আয়োজিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সম্মেলনে রাশিয়া-চীন সম্পর্কের উচ্চমানের মূল্যায়ন করেছেন। 

তিনি বলেন, রাশিয়া চীনের সাথে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করবে। একই দিন প্রেসিডেন্ট পুতিন সিএমজির প্রধান সেন হাই শিংকে “বন্ধুত্ব পদক” প্রদানে এক নির্দেশনা জারি করেন। 

রাশিয়া ও চীনের জনগণের মধ্যকার বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া মজবুতকরণে অবদান রাখায় তাঁকে এই পদক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তাতে আবারও প্রামাণিত হয়, তথ্যমাধ্যমের সহযোগিতা দু’দেশের সম্পর্কোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। 

প্রবন্ধে বলা হয়, ২০১৮ সালে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর নতুন মেয়াদ শুরুর এক মাসের মধ্যে সেন হাই শিংকে বিশেষ সাক্ষাতকার দেন। 
তাতে প্রেসিডেন্ট পুতিন জানান, “ঐতিহ্যগত নির্ভরশীল অংশীদার, মিত্র ও বন্ধুত্বদের সহযোগিতার উপর আমরা অত্যন্ত গুরুত্ব দিই। তাতে গণপ্রজাতন্ত্রী চীন অন্তর্ভুক্ত।” 
প্রবন্ধে আরো বলা হয়, সিএমজি বরাবরই দু’দেশের গণমাধ্যমের আদানপ্রদান ও সহযোগিতা এগিয়ে নেয়ার চেষ্টা করে আসছে।
(আকাশ/এনাম/রুবি)