৩০ বছরে আসিয়ান ও চীনের সংলাপ সম্পর্ক সফল হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
2021-11-22 18:19:21

৩০ বছরে আসিয়ান ও চীনের সংলাপ সম্পর্ক সফল হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী_fororder_马来

নভেম্বর ২২: আজ (সোমবার) সকালে চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর এক স্মরণ অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি’র নেতৃত্বে সেদেশের প্রতিনিধিদল যোগ দিয়েছে।

ভাষণে তিনি বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে, ৩০ বছরে আসিয়ান ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সফল হয়েছে। দু’পক্ষের সংলাপ সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার প্রত্যাশা করেন তিনি।

সাবরি বলেন, ৩০ বছর আগে আসিয়ানের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনার পর এক সিদ্ধান্তে বলা হয়, মালয়েশিয়া সরকারের উদ্যোগে ১৯৯১ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ানের ‘২৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে’ অংশগ্রহণে চীনকে আমন্ত্রণ জানানো হয়। বাস্তবতা প্রমাণ করেছে যে, এটিই সঠিক সিদ্ধান্ত ছিল। এরপর থেকে আসিয়ান ও চীনের সম্পর্ক ব্যাপক উন্নত হয়েছে। আসিয়ানের সঙ্গে সংলাপ সম্পর্ক বেগবান করা এবং আসিয়ানের কেন্দ্রীয় মর্যাদা ও কমিউনিটি নির্মাণকে সমর্থন করে চীনের ভূমিকার প্রশংসা করেছে মালয়েশিয়া। (লিলি/তৌহিদ/শুয়েই)