শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ আবাস গড়বে চীন ও আসিয়ান: সি চিন পিং
2021-11-22 11:40:23

নভেম্বর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) সকালে চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপনে আয়োজিত শীর্ষ-সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

 

এ সময় তিনি বলেন, চীনের উন্নয়ন আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নকে সহায়তা ও আরও বেশি সুযোগ প্রদান করবে এবং শক্তিশালী চালিকাশক্তি যোগাবে।

 

তিনি বলেন, চীন আসিয়ানের সঙ্গে সুযোগ শেয়ার করে সমৃদ্ধি অর্জন করার পাশাপাশি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বাস্তবায়ন করে আরও ঘনিষ্ঠতর চীন-আসিয়ান ভাগ্যের যৌথ কমিউনিটি গঠনে নতুন পদক্ষেপ গ্রহণ করবে।

 

তিনি আরো বলেন, চীন ও আসিয়ান যৌথভাবে শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, সুন্দর ও বন্ধুত্বপূর্ণ আবাস নির্মাণ করবে।

(রুবি/এনাম/আকাশ)