লিবিয়ার সৈকতে জাহাজডুবিতে ইউরোপগামী ৭৫ অভিবাসী নিহত
2021-11-22 10:16:23

নভেম্বর ২২: গত ১৭ নভেম্বর অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকত এলাকায় জাহাজডুবিতে প্রাণ হারিয়েছেন ৭৫ জন অভিবাসী।

 

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এদিন সোশ্যাল মিডিয়ায় জানায়, এসব অভিবাসী লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে জাহাজডুবিতে নিহত হন। এসময় আরো ১৫ জনকে জীবিত অবস্থায় স্থানীয় জেলেরা উদ্ধার করেন।

 

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সূত্রে জানা গেছে, চলতি বছর ভূমধ্যসাগরীয় অঞ্চলে এমন দুর্ঘটনায় ১,৩০০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন।

 

২০১১ সাল থেকে লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি অবনতি হলে তার সমুদ্র সৈতক এবং স্থল সীমান্ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ফলে এখন অনেক দেশের অবৈধ অভিবাসীরা লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার অপচেষ্টা চালায়। (সুবর্ণা/এনাম/রুবি)