অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর চীন-বিষয়ক বক্তব্য স্নায়ুযুদ্ধের চিন্তাভাবনা ও পক্ষপাতিত্ব পূর্ণ: চীন
2021-11-22 19:24:16

নভেম্বর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (সোমবার) বিকেলে বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর চীন-বিষয়ক বক্তব্য স্নায়ুযুদ্ধের চিন্তাভাবনা ও পক্ষপাতিত্বে পরিপূর্ণ।

মুখপাত্র বলেন, সম্প্রতি কিছু অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ‘চীনের হুমকি’ সম্পর্কে কথা বলেছেন। তারা চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে, চীনকে আক্রমণ করেছে, উত্তেজনা উস্কে দিয়েছেন, সংঘর্ষ সৃষ্টি করেছেন এবং বিশ্বকে বিশৃঙ্খল করতে চেয়েছেন। তারা তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদকে সমর্থন দিয়েছেন। অস্ট্রেলিয়া ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক সাবমেরিন সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ প্রচেষ্টাকে বাধা দিয়েছেন। এ বিষয়ে এই অঞ্চলের দেশগুলো উদ্বেগ জাগিয়েছে। অস্ট্রেলিয়ার আচরণ বিশ্বের শান্তি, উন্নয়ন ও সহযোগিতার বর্তমান ধারার বিরুদ্ধে গেছে এবং তার নিজস্ব স্বার্থ ও আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)