ফুকুশিমা থেকে সমুদ্রে দূষিত পরমাণু জল নিষ্কাশন মূল্যায়নের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডিসেম্বরে জাপানে যাবে
2021-11-22 18:32:33

নভেম্বর ২২: ফুকুশিমা থেকে সমুদ্রে পারমাণবিক দূষিত জলের নিষ্কাশনের ব্যবস্থা যাচাই করার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ ডিসেম্বর মাসে জাপানে যাবে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (সোমবার) বিকেলে বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন আশা করে যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রযুক্তিগত ওয়ার্কিং দল নিবিড়ভাবে কাজ করবে, ফুকুশিমা থেকে সমুদ্রে পারমাণবিক দূষিত জল নিষ্কাশনের সম্পূর্ণ প্রক্রিয়ার স্বাধীন মূল্যায়ন, তত্ত্বাবধান ও যাচাইকরণের পর পারমাণবিক দূষিত জল নিষ্পত্তির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তা ছাড়া জাপানের উচিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করা।

 

চীন সংস্থার প্রযুক্তিগত ওয়ার্কিং দলের অগ্রগতি অনুসরণ করবে, এবং আশা করে যে- সংস্থাটি সময়মত আন্তর্জাতিক সমাজ ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)