সড়ক নিরাপত্তা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
2021-11-22 11:01:56

নভেম্বর ২২: গতকাল (রোববার) ছিল বিশ্ব সড়ক দুর্ঘটনার শিকারদের স্মরণ দিবস।

 

এ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সমাজকে অভিন্ন প্রচেষ্টা চালিয়ে বিশ্বের বিভিন্ন জায়গার পথকে আরো নিরাপদ করার আহ্বান জানান।

 

তিনি বলেন, বিশ্বে গড়ে প্রতি ২৪ সেকেন্ডে একজন সড়ক দুর্ঘটনার কারণে মারা যান।

 

চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ছিল: মৃত্যু ও গুরুতর আহত প্রতিরোধে পরিবহন গতি কমানোর গুরুত্ব বাড়ানো।

 

তিনি সকল দেশ, প্রতিষ্ঠান ও নাগরিকদের সমর্থন নিয়ে মাঝারী ও নিম্ন আয়ের দেশসমূহের পথকে আরো নিরাপদ করার চেষ্টা চালানোর তাগিদ দেন।

 

এ ছাড়া, তিনি সকল সদস্য দেশকে জাতিসংঘের সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কনভেনশনে যোগ দিতে উত্সাহ দেয়ার পাশাপাশি সাহায্যদাতাদের জাতিসংঘ সড়ক নিরাপত্তা তহবিলের মাধ্যমে জরুরী আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর তাগিদ দেন। (প্রেমা/এনাম/রুবি)