আফগান জনগণের নিরাপত্তা সবসময়ই চীনা জনগণের নজর কেড়েছে: চীনা মুখপাত্র
2021-11-22 19:24:08

আফগান জনগণের নিরাপত্তা সবসময়ই চীনা জনগণের নজর কেড়েছে: চীনা মুখপাত্র_fororder_0710

নভেম্বর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আফগান জনগণের নিরাপত্তা সবসময়ই চীনা জনগণের নজর কেড়েছে। কয়েকদিন আগে শীতের কাপড়, জুতো, দুধ ও চায়ের গুঁড়াসহ এক হাজার টন সামগ্রী ও সরঞ্জাম বহনকারী একটি রেলগাড়ি চীনের সিনচিয়াং থেকে আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে।

 

মুখপাত্র বলেন, বর্তমানে আফগানিস্তান কঠোর অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সমাজের ঐক্য ও সহযোগিতা জোরদার করে সময়মত সাহায্যের হাত বাড়ানো এবং সেখানকার গণজীবিকাকে সমর্থন দেওয়া উচিত্। একতরফা নিষেধাজ্ঞা আরোপ করা, বিশেষ করে বিদেশে আফগানিস্তানের সম্পদ ফ্রিজ করা হলো সব আফগান জনগণকে শাস্তি দেওয়ার শামিল, যা সেখানে মানবিক দুর্যোগ জোরালো করছে।

 

আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী ও আন্তরিক বন্ধু হিসেবে চীন আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন এবং অর্থনীতির উন্নয়নে যথাসাধ্য সমর্থন দিয়ে আসছে। চীন আফগানিস্তানের কঠিন সময় কাটিয়ে ওঠার ক্ষেত্রে আরও বেশি গঠনমূলক ভূমিকা পালন করতে চায় বলে উল্লেখ করেন মুখপাত্র।

 

(লিলি/তৌহিদ/শুয়েই)