লিথুয়ানিয়াকে ভুল ঠিক করার তাগিদ দিয়েছে চীন
2021-11-22 18:40:34

লিথুয়ানিয়াকে ভুল ঠিক করার তাগিদ দিয়েছে চীন_fororder_0708

নভেম্বর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, লিথুয়ানিয়া চীনের তীব্র প্রতিবাদ এবং বারবার যোগাযোগ উপেক্ষা করে তাইওয়ান কর্তৃপক্ষকে ‘লিথুয়ানিয়ায় তাইওয়ান প্রতিনিধি অফিস’ প্রতিষ্ঠা করার অনুমতি দিয়েছে। এটি আন্তর্জাতিকভাবে ‘এক চীন, এক তাইওয়ান’ সৃষ্টি করছে এবং একটি খারাপ নজির স্থাপন করেছে। দেশটিকে অবিলম্বে ভুল সংশোধন করা এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার দৃঢ়তাকে ছোট করে না-দেখার তাগিদ দিয়েছেন চীনা মুখপাত্র।

 

লিথুয়ানিয়া চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইশতেহারে ঘোষণা প্রতিশ্রুতি স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এটি মিথ্যাচার ও  একটি অন্যায় কাজ। রাষ্ট্রদূত-পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে চীন সরকার নিজের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম রক্ষায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে শার্জ ডি অ্যাফেয়ার্সের স্তরে নামিয়ে এনেছে। এতে লিথুয়ানিয়ান সরকারকে সব পরিণতি বহন করতে হবে বলে উল্লেখ করেন চীনা মুখপাত্র।

 

লিথুয়ানিয়া তার জবাবে বলেছে যে-  তথাকথিত ‘প্রতিনিধি অফিসের’ কোন কূটনৈতিক মর্যাদা নেই। যা মূলত অন্যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা। তাইওয়ান কর্তৃপক্ষ দাবি করেছে যে, লিথুয়ানিয়ায় একটি ‘তাইওয়ানিজ প্রতিনিধি অফিস’ প্রতিষ্ঠা হলো তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’ এবং একটি তথাকথিত ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন।’ এটি তাইওয়ান কর্তৃপক্ষ এবং ‘স্বাধীন তাইওয়ান’ দাবিদারদের বিচ্ছিন্নতার অপরাধের শক্তিশালী প্রমাণ।

(লিলি/তৌহিদ/শুয়েই)