বেইজিং শীতকালীন অলিম্পিক ভিলেজের পরীক্ষামূলক কাজে অংশ নিয়েছেন ২৪০০ জনেরও বেশি মানুষ
2021-11-21 16:12:34

বেইজিং শীতকালীন অলিম্পিক ভিলেজের পরীক্ষামূলক কাজে অংশ নিয়েছেন ২৪০০ জনেরও বেশি মানুষ_fororder_冬奥2

বেইজিং শীতকালীন অলিম্পিক ভিলেজের পরীক্ষামূলক কাজে অংশ নিয়েছেন ২৪০০ জনেরও বেশি মানুষ_fororder_冬奥1

বেইজিং শীতকালীন অলিম্পিক ভিলেজের পরীক্ষামূলক কাজে অংশ নিয়েছেন ২৪০০ জনেরও বেশি মানুষ_fororder_冬奥3

বেইজিং শীতকালীন অলিম্পিক ভিলেজের পরীক্ষামূলক কাজে অংশ নিয়েছেন ২৪০০ জনেরও বেশি মানুষ_fororder_冬奥4

 

নভেম্বর ২১: শনিবার ও রোববার বেইজিং শীতকালীন অলিম্পিক ভিলেজের প্রাক-ম্যাচ অপারেশন অবস্থা যাচাই করার জন্য একটি সম্পূর্ণ প্রক্রিয়া ও পূর্ণ অপারেশনাল সিমুলেশন পরীক্ষা পরিচালনা করা হয়। শীতকালীন অলিম্পিক ভিলেজের ১৬০০ জনেরও বেশি কর্মীসহ ২৪০০ জনেরও বেশি মানুষ এই কার্যক্রমে অংশ নেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ স্বেচ্ছাসেবক এবারের পরীক্ষায় অংশ নেন। তারা তাপমাত্রা পরিমাপ, সনদপত্র চেক করা, গাইড করা, বাসস্থান, নিবন্ধন, ক্যাটারিং, অনুবাদ ও অন্যান্য কাজসহ প্রায় ৯৫ শতাংশ সেবায় অংশ নেন।

 

তা ছাড়া, সমাজের বিভিন্ন মহলের সাত শতাধিক লোকও পরীক্ষামূলক অনুশীলনে আমন্ত্রণ পান। তাদেরকে সংশ্লিষ্ট পরিচয় দেয়া হয়। তারা নিজ নিজ পরিচয় দিয়ে শীতকালীন অলিম্পিক ভিলেজে প্রবেশ করে বিভিন্ন স্থাপনার সুযোগ-সুবিধা ও প্রকল্পের অভিজ্ঞতা নেন এবং এ বিষয়ে মতামত ও প্রস্তাব দেন।

এই পরীক্ষায়, শীতকালীন অলিম্পিক গ্রামের ক্যান্টিন, জিম, দোকান, হোটেল ও অন্যান্য সুবিধা প্রথমবারের মতো পরীক্ষা করা হয়।

বেইজিং অলিম্পিক ভিলেজের পরীক্ষা শেষ হওয়ার পর ইয়েনছিং জেলা ও চাংচিয়াখৌ অলিম্পিক ভিলেজে সার্বিক পরীক্ষা চালানো হবে। (লিলি/তৌহিদ/শুয়েই)