চীনের ফাইভ-জি প্লাস শিল্প ইন্টারনেট সম্মেলন শুরু
2021-11-21 15:56:25

নভেম্বর ২১: ডেটার সম্ভাব্যতা সক্রিয় করায় গুরুত্ব দেওয়া,  ডেটা ট্রেডিং প্ল্যাটফর্মের নির্মাণকাজ জোরদার করা এবং ডেটা ব্যবস্থাপনা, উন্নয়ন ও ব্যবহারের মান উন্নত করা উচিত্। চীনের উহান শহরে অনুষ্ঠিত ২০২১ সালে চীনের ফাইভ-জি প্লাস শিল্প ইন্টারনেট সম্মেলনে শিল্প ও তথ্যায়ন-মন্ত্রী সিও ইয়া ছিং একথা বলেছেন।

তিনি বলেন, ফাইভ জি, শিল্প ইন্টারনেট অ্যাপ্লিকেশন জনপ্রিয়করণ প্রযুক্তির ওপর নির্ভর করা এবং নবোদিত প্রযুক্তির সমন্বয় ও সৃজনশীলতা বেগবান করা উচিত্।

গতকাল (শনিবার) শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় এবং হুপেই প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ২০২১ সালে চীনের ফাইভ-জি প্লাস শিল্প ইন্টারনেট সম্মেলন উহান শহরে উদ্বোধন করা হয়। চীনের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিল্পপতি ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা আরো গভীর  ও উচ্চ মানের ফাইভ-জি এবং শিল্প ইন্টারনেটের সমন্বয় ও সৃজনশীলতা বেগবান করার বিষয়ে আলোচনা করেছেন।

ফাইভ-জি খাতের জাতীয় পর্যায়ের মহাসম্মেলন এটি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ফাইভ-জি জ্ঞানের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়া’।

লিলি/তৌহিদ/শুয়েই