চীন কখনোই ‘স্বাধীন তাইওয়ানের’ দাবি বা দেশকে বিভক্ত করার আচরণ সহ্য করবে না: ওয়াং ই
2021-11-20 15:58:49

নভেম্বর ২০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এক বক্তৃতায় তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

ওয়াং ই বলেন, তাইয়ান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ সৃষ্টি করতে চায় এবং এক শ্রেণীর মার্কিন রাজনীতিবিদ তাইওয়ানের মাধ্যমে চীনকে নিয়ন্ত্রণ করতে চায়। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি সতর্ক করেছেন এবং চীনের অবস্থান প্রকাশ করেছেন। বিশ্বে একটি মাত্র চীন আছে এবং তাইওয়ান চীনের অংশ। ‘তাইওয়ানকে স্বাধীন’ করার আচরণ কখনোই সহ্য করবে না চীন।

ওয়াং ই জোর দিয়ে বলেন, ‘স্বাধীন তাইওয়ানের’ বিরোধিতা যত স্পষ্ট হবে, ‘তাইওয়ানের স্বাধীনতার’ দাবি বন্ধ করার ব্যবস্থা যত শক্তিশালী হবে, তাইওয়ান প্রণালীর দু’পারের শান্তিপূর্ণ পুনর্মিলনের আশা তত বাড়বে। এতে করে দু’পারের শান্তি ও স্থিতিশীলতা সম্ভাবনা বাড়বে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি আরও নিশ্চিত হবে।  (জিনিয়া/তৌহিদ/লিলি)