চীন বিশ্বের বিভিন্ন সমস্যার কারণ নয়, বরং সমাধান: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত
2021-11-20 15:54:03

নভেম্বর ২০: গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছিন কাং ব্রুকিংস ইনস্টিটিউশনের পরিচালক সমিতির সঙ্গে একটি ভিডিও সম্মেলনে অংশ নেন ও বক্তৃতা দেন। তিনি বলেন, চীন বিশ্বের বিভিন্ন সমস্যার কারণ নয়, বরং সমাধান।

রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক সমাজ আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় চীনের উন্নয়নের প্রভাব খেয়াল করেছে। যুক্তরাষ্ট্র বারবার বলেছে যে, তার চীন নীতির উদ্দেশ্য হলো ‘নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা’ বজায় রাখা এবং ‘ট্রাফিক নিয়ম’ নিশ্চিত করা। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কখনোই সুস্পষ্ট করে কিছু বলেনি।

 

জাতিসংঘে চীনের যোগদানের ৫০ বছরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, বৈশ্বিক উন্নয়নে অবদান রাখা, আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছে চীন।

 

রাষ্ট্রদূত আরও বলেন, চীন-মার্কিন সম্পর্ক গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনি গুতেরেস বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রকে অবশ্যই সংঘর্ষ এড়াতে হবে এবং বিশ্বকে আর বিভক্ত করা যাবে না। রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ‘এক-চীন নীতি’ হলো চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি, সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক সম্পর্কের নীতি এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য। ‘এক-চীন নীতিকে’ আন্তর্জাতিকভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা ব্যর্থ হবে বলে উল্লেখ করেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/লিলি)