বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তালিবান: আফগান পররাষ্ট্রমন্ত্রী
2021-11-20 19:28:35

বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তালিবান: আফগান পররাষ্ট্রমন্ত্রী_fororder_阿富汗

নভেম্বর ২০: গত বুধবার আফগান তালিবানের অস্থায়ী ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, অস্থায়ী সরকার দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা, গণজীবিকার উন্নত করা এবং দেশীয় অর্থনীতি উন্নত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। চীনের সঙ্গে বাণিজ্যিক বিনিময় জোরদার করা এবং চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা করে তালিবান।

তিনি বলেন, নিঃসন্দেহে আমাদের প্রতিবেশী দেশ হিসেবে চীনের উন্নত শিল্প ও প্রাণবন্ত অর্থনীতি আছে। দীর্ঘকাল ধরে আমরা প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ মৈত্রী বজায় রেখে আসছি, তাই আফগানিস্তান পুনর্গঠনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আফগান অর্থনীতির চ্যালেঞ্জ ও গণজীবিকার অসুবিধা দূর করতে তিনি যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের আটকে রাখা পুঁজি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সাক্ষাত্কারে নারীদের শিক্ষা গ্রহণের অধিকারের কথাও নিশ্চিত করেছেন তিনি।

(লিলি/তৌহিদ/জিনিয়া)