প্রথম ‘চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের’ থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত
2021-11-20 15:40:38

প্রথম ‘চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের’ থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত_fororder_中亚

প্রথম ‘চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের’ থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত_fororder_中亚2

নভেম্বর ২০: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে প্রথম ‘চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের’ থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ‘আফগানিস্তানের নতুন পরিস্থিতি এবং মধ্য এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নের’ থিমকে কেন্দ্র করে চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের কূটনীতিক এবং থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধিরা অনলাইন ও অফলাইনে আলোচনায় অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর উচিত্ মানবিক সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে আফগানিস্তানকে সহায়তা দেওয়া এবং আফগান পরিস্থিতি উন্নয়নের সহজ পথ বের করা।

 

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্য ইয়ু ছেং ফোরামে বলেন, আফগান পরিস্থিতি পরিবর্তনের শিক্ষা খুবই গভীর। এটা আবারও প্রমাণ করে যে, সশস্ত্র হস্তক্ষেপ, শক্তির রাজনীতি ও তথাকথিত ‘গণতান্ত্রিক রূপান্তর’ কার্যকর নয়। বর্তমানে আফগানিস্তানে গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে। আফগান ইস্যুতে চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর অবস্থান ও উদ্বেগের অনেক মিল রয়েছে। সবাই আশা করে যে, আফগানিস্তান একটি উন্মুক্ত ও সহনশীল রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করবে।

 

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে চীন আফগানিস্তানকে প্রয়োজনীয় জরুরি সাহায্য ও মহামারী প্রতিরোধে সমর্থন দেয়।  ২০ কোটি ইউয়ান মূল্যের জরুরি মানবিক সাহায্য দেবে চীন।
 

ফোরামে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমানে আফগানিস্তান মানবিকতা, অর্থনৈতিক, সন্ত্রাসদমন ও রাজনীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। শান্তিপূর্ণ পুনর্গঠন বাস্তবায়নের দায়িত্ব ভারী এবং এজন্য দীর্ঘ পথ চলতে হবে। আফগানিস্তান হলো চীন ও মধ্য এশিয়ার প্রতিবেশী দেশ। তাই সবার ঐক্য ও সহযোগিতা বাড়িয়ে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য আফগানিস্তানকে সমর্থন দেওয়া উচিত।

 

(লিলি/তৌহিদ/জিনিয়া)