চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুসংহত করা বিশ্বের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ: ওয়াং ই
2021-11-20 18:49:57

নভেম্বর ২০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে এক বক্তৃতা দিয়েছেন। তিনি চীন-মার্কিন সম্পর্ক ইস্যুতে চীনের অবস্থান গভীরভাবে ব্যাখ্যা করেছেন। ওয়াং ই বলেছেন, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং বৃহত্তম উন্নত দেশ হিসেবে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুসংহত করা বিশ্বের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

 

১৬ নভেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গভীর, আন্তরিক, তাত্পর্যপূর্ণ, গঠনমূলক একটি ভিডিও বৈঠক করেন। যা ভবিষ্যতে চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের মৌলিক কাঠামো স্পষ্ট করেছে। পারস্পরিক সম্মান হলো দেশগুলির মধ্যে সহাবস্থানের মৌলিক পূর্বশর্ত। শান্তি হলো মানবজাতির সাধারণ আকাঙ্ক্ষা। শান্তি ছাড়া কিছুই আলোচনা করা যায় না।

 

ওয়াং ই বলেন, চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত সম্বন্ধে প্রেসিডেন্ট সি চিন পিং দু’দেশকে দু’টি বিশাল জাহাজের সাথে তুলনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, দু’পক্ষকে অবশ্যই নিজের লক্ষ্য স্থির করতে হবে, সংঘর্ষ করা যাবে না। চীন আশা করে, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করবে, যাতে চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল হয় এবং তা দু’দেশ ও বিশ্বের জন্য কল্যাণকর হয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)