বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রস্তুতিকাজ চলছে
2021-11-20 15:47:33

নভেম্বর ২০: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আসছে, সব প্রস্তুতিকাজ সুষ্ঠুভাবে চলছে। সেই সাথে প্রতিটি প্রতিযোগিতা এলাকার সফ্টওয়্যার ও হার্ডওয়্যারের এক দফা পরীক্ষা করা হয়েছে।

১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত, জাতীয় স্লেজ ও স্লেড কেন্দ্রে ‘বেইজিংয়ের সঙ্গে সাক্ষাত’ শিরোনামে স্লেড ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে। জার্মানি, যুক্তরাষ্ট্র ও চীনসহ ১৭টি দেশের শতাধিক ক্রীড়াবিদ এতে অংশগ্রহণ করেছেন।

 

জাতীয় শীতকালীন বায়থলন কেন্দ্রের বেশ কিছু স্নো-মেশিন কাজ শুরু করেছে। এর মাধ্যমে শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারালিম্পিকের জন্য প্রস্তুতি গ্রহণ চলছে।

শুক্রবার বেইজিং শীতকালীন অলিম্পিকের চাংচিয়াখৌ প্রতিযোগিতা এলাকায় জাতীয় বায়থলন কেন্দ্রে কৃত্রিম তুষারের ব্যবস্থা করা হয়। প্রায় ১.৩ লাখ বর্গমিটার ভেন্যুতে ৩৫ দিন ধরে এই কাজ চলবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)